| |
               

মূল পাতা সারাদেশ জেলা খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলি; নিহত ৪


খাগড়াছড়িতে জেএসএস-ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলি; নিহত ৪


রহমত নিউজ     27 July, 2025     05:21 PM    


খাগড়াছড়ির দীঘিনালার সীমান্তবর্তী পাহাড়ি দুর্গম নাড়াইছড়ির জোড়াসিন্দু কার্বারি পাড়া এলাকায় জেএসএস-ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে পাহাড়ের আঞ্চলিক এই দুই সংগঠনের মধ্যে গোলাগুলি হয়। 

এলাকায় উভয়পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মাদ জাকারিয়া গণমাধ্যমকে জানান, হতাহতদের মধ্যে কারো নাম এখন পর্যন্ত জানা যায়নি। এমনকি বর্তমানে ঘটনাস্থলে কোন লাশও নেই বলে জানা গেছে।

এছাড়াও পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেলেও হতাহতের খবর  নিশ্চিত নয়। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে পৌছাতে দেরি হবে।

এদিকে ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় কিছু সমস্যা হয়েছে বলে শুনেছি। তবে, হতাহতের খবর সঠিক নয়।

উল্লেখ্য; পাহাড়ে এ-ধরনের হতাহতের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা কথা বলতে রাজি হয় না।

এদিকে ইউপিডিএফ এর প্রচার প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত ও ইউপিডিএফ এর মধ্যে নিহত ও গুলিবিনিময়ের সংবাদ প্রচার হচ্ছে সেটি ভিত্তিহীন বলে দাবি করেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর